News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০১, ১০ মে ২০২০
আপডেট: ০৪:২৪, ১৬ মে ২০২০

সব মায়ের প্রতি মির্জা ফখরুলের শুভেচ্ছা

সব মায়ের প্রতি মির্জা ফখরুলের শুভেচ্ছা

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে সব মায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে মহাসচিব বলেন, “বাংলাদেশসহ বিশ্বের সব মায়ের প্রতি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাদের অব্যাহত সুখ ও সমৃদ্ধি কামনা করি।”
তিনি আরও বলেন, “মা বিস্ময়কর ও আলোকদীপ্ত একটি শব্দ। জীবনের যে কোনো সাফল্যে মায়ের অবদান অপরিসীম। মা একটি পবিত্র শব্দ, যে ভাষায় তাকে সম্বোধন করা হোক না কেন, সর্বকালে সর্বক্ষেত্রে সৃষ্টির আদিলগ্ন থেকে দেশ ও কালের সীমানা অতিক্রম করেও মায়ের আত্মত্যাগের ভালোবাসার রূপ অনেকটা অভিন্ন।”
মির্জা ফখরুল বলেন, “সন্তানদের জন্য কঠিন ত্যাগ স্বীকার কেবল মায়েদের পক্ষেই সম্ভব। তিনি সন্তানের জন্য কষ্ট যাতনা মুখ বুজে সহ্য করেন, অসীম ত্যাগ স্বীকার করেন। মায়ের অনুগ্রহ ছাড়া কোনো প্রাণীরই প্রাণ ধারণ করা অসম্ভব। সত্যের জন্য, সম্মানের জন্য ও আত্মমর্যাদার জন্য মায়ের সান্নিধ্য সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে। অনেক শক্তির আধার একজন মা।”
খালেদা জিয়াকে গণতন্ত্রের মা আখ্যা দিয়ে তার সুস্বাস্থ্য কামনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “যিনি ক্ষমতাসীন থাকা অবস্থায় নারী সমাজের অগ্রগতির জন্য যে অবদান রেখেছিলেন তা প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে। সেই ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়াকে প্রতিহিংসার বিচারে পরিত্যক্ত একটি নির্জন কারাগারে দুই বছরেরও বেশি সময় বন্দি করে রাখা হয়েছিল। কেড়ে নেয়া হয়েছিল মানুষ হিসেবে তার সব মানবাধিকার। অথচ আর্থিক ও সামাজিক অগ্রগতিতে এ দেশে খালেদা জিয়ার অবদান কিংবদন্তিতুল্য। এই মহিমান্বিত দিবসে আমি তার সুস্বাস্থ্য কামনা করছি।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়