পোশাকশিল্প মালিকরা আশা করি শ্রমিকদের পাশে থাকবে: কাদের
করোনাভাইরাসের সংকট একটি বৈশ্বিক সংকট, এ সংকটে পোশাকশিল্পের মালিকদের উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, পোশাক শিল্পের মালিকদের পাশে সরকার রয়েছে, মালিকরা আশা করি শ্রমিকদের পাশে থাকবে।
শনিবার সকালে সরকারি বাসায় ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
দেশ ও জাতির এ সংকটকালে যারা নিবেদিত প্রাণ তাদের জাতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ লড়াইয়ে ধৈর্য হারালে চলবে না, সরকার কর্মহীন মানুষদের পাশে আছে।
ওবায়দুল কাদের বলেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন পর্যায়ে তালিকা অনুযায়ী যে ত্রাণ কার্যক্রম চলছে তাতে পরিবহনসহ অন্যান্য শ্রমিকদের অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
জেলা প্রশাসন এ বিষয়টি গুরুত্বের সাথে নিবেন বলেও জানান ওবায়দুল কাদের।
নিউজবাংলাদেশ.কম/কেএইচ