সালাহ উদ্দিনের সন্ধান দাবিতে হরতাল
কক্সবাজার: বিএনপির যুগ্ম-মহাসচিব ও কক্সবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি সালাহ উদ্দিন আহমেদের সন্ধানের দাবিতে দাবিতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কক্সবাজার জেলা বিএনপি। এছাড়া শনিবার জেলায় বিক্ষোভ কর্মসূচি পালনেরও ঘোষণা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে। তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা ও দলের কেন্দ্রীয় কমিটি থেকে তা জানা গেছে। কিন্তু দু’দিন পার হলেও তাকে আদালতে বা থানায় সোপর্দ করা হয়নি। এমনি থানায় জিডিও নেয়া হচ্ছে না।
এ সময় তিনি শনিবার জেলাব্যাপী বিক্ষোভ কর্মসূচি ও রোববার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম