ডিজিটাল মুরগির বাচ্চা
স্থানীয় নাম ডিজিটাল মুরগীর বাচ্চা। দেখতে নাদুস-নুদুস। হরেক রঙ্গে রঙ্গিন। দেখে মনে হবে পুরো খাঁচা জুড়ে যেন রংধনু হেঁটে বেড়াচ্ছে। ছোট ছোট বাচ্চাদের খুব পছন্দের এই মুরগীর বাচ্চা।
বাজারে ফার্মের মুরগীর যে বাচ্চাগুলো কিনতে পাওয়া যায় তার সাথে আসলেই রঙ্গিন বাচ্চাগুলোর কোনো পার্থক্য নেই। যদিও অনেক অসাধু ব্যবসায়ী এগুলোকে উন্নত জাতের মুরগী বলে লোক ঠকানোর একটি অপচেষ্টা করে থাকেন।
তবে ক্রেতা আকৃষ্ট করা আর একটু বেশি কিছু দাম পাবার আশাতেই এই মুরগীর বাচ্চা গুলোকে রঙ করা হয়। অনেকেই শখের বসে বা সন্তানদের আনন্দ দেয়ার জন্য এই মুরগীর বাচ্চা কিনে নিয়ে যান।
বৃহস্পতিবার রাজধানীর পল্লবী এলাকার মুসলিম বাজার থেকে ছবিটি তোলা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এএস