News Bangladesh

ছবিকথা ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৭, ২১ মার্চ ২০২১
আপডেট: ১৮:৪৮, ২১ মার্চ ২০২১

কাঁচা আমের দিন

কাঁচা আমের দিন

ঝড় এলো এলো ঝড়
আম পড় আম পড়
কাঁচা আম ডাঁসা আম
টক টক মিষ্টি
এই যা...
এলো বুঝি বৃষ্টি

দেশের গাছে গাছে এখন ঝুলছে ঘন সবুজ থোকা থোকা কাঁচা আম। গ্রামের ছেলেমেয়েরা এই গরমে লবণ আর গুড়া মরিচ মেখে কাঁচা খেতে পছন্দ করে। শহরেও পাওয়া যাচ্ছে কাঁচা আম। কাঁচা আমের শরবতে প্রাণটাকে শীতল আর শরীরটাকে চাঙা করার সুযোগ রয়েছে।

পুষ্টিবিদেরা বলেন,  আম কাঁচা বা পাকা যে অবস্থায়ই থাকুক না কেন, শরীরের জন্য এর কোনো নেতিবাচক দিক নেই বললেই চলে। কাঁচা আম বা আমের রসে পটাশিয়াম থাকায় প্রচণ্ড গরমে তা শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। কাঁচা আমের গুণ প্রসঙ্গে পুষ্টিবিদেরা বলেন, ১০০ গ্রাম কাঁচা আমে পটাশিয়াম থাকে ৪৪ ক্যালরি। এ ছাড়া ৫৪ মিলিগ্রাম ভিটামিন সি ও ২৭ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে। কাঁচা আমের আরও কিছু গুণের কথা জেনে নিন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়