News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ২০:৪০, ১৭ জানুয়ারি ২০২০

লেখিকা তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার

লেখিকা তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার

স্বেচ্ছানির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের আবাসিক ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার।

নারীবাদী লেখিকা তসলিমা ভারতে স্থায়ীভাবে বসবাসের জন্য শনিবার দীর্ঘমেয়াদী ভিসার আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তার আবেদনের ভিত্তিতে ভারত সরকার আবাসিক ভিসার মেয়াদ বাড়ানোর অনুমোদন দেয়।

এ সময় তসলিমা নাসরিন ভারত সরকারের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তসলিমা নাসরিন তার লেখা ‌’ও আঁন্ধেরে দিন’ বইটি উপহার দিলে শিগগিরই তার আঁধার দিন কেটে যাবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

প্রায় দুই দশক ধরে নির্বাসিত এই বিতর্কিত লেখিকা এর আগে ভারতে এক বছরের জন্য ভিসার আবেদন করলে তাকে দুই মাসের ভ্রমণ ভিসা দেয়া হয়। পরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেন।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়