গম কাটা নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা
ছবি: সংগৃহীত
জমির কাঁচা গম কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তের শূন্যরেখায় ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনার খবর পাওয়া গেছে।
শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান।
তিনি বলেন, “এখন পর্যন্ত এ ঘটনায় একজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। বাকিদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। পরে এ বিষয়ে জানানো হবে।”
বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাদশা বলেন, এ ঘটনার পর দুই দেশের সীমান্তে শত শত মানুষ জড়ো হয়েছেন। তারা বিক্ষোভ করছেন। এ সময় ভারতীয়দের ছোড়া পাথর ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার পর থেকে সীমান্তে বিজিবি সদস্যরা সক্রিয় রয়েছেন। তারা বাংলাদেশের নাগরিকদের শান্ত রাখার চেষ্টা করছেন।
ইউপি সদস্য বাদশা বলেন, সীমান্ত এলাকার জমির কাঁচা গম কাটাকে কেন্দ্র করে দুই দেশের মানুষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এতে অন্তত চারজন আহত হয় বলেও জানান তিনি।
আহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ঝুটনের ছেলে ফারুক, কালিগঞ্জ নামটলার সাদিকুল ইসলামের ছেলে মেসবাউল হক মেসবা, বিশ্বনাথপুরপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে মো. রনি এবং কালিগঞ্জ সরদার টোলার নাজিরের ছেলে সুজন।
ইউপি সদস্য বাদশা বলেন, প্রথমে ভারতীয়রা বাংলাদেশ অংশে ঢুকে পড়লে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ঘটনার পর থেকে সীমান্তে বিজিবি ও বিএসএফের উপস্থিতি বেড়েছে।
মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে ৬ জানুয়ারি শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণব নগর থানার সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
নিউজবাংলাদেশ.কম/এনডি