News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২১, ১৮ জানুয়ারি ২০২৫

‘জনতার বাজার’ বসবে ঢাকার ৬ স্থানে 

‘জনতার বাজার’ বসবে ঢাকার ৬ স্থানে 

ফাইল ফটো

নিত্যপণ্যের দামে লাগাম টানতে ‘জনতার বাজার’নামে মাছ, মাংস, দুধ, ডিম, সবজি এবং অন্যান্য নিত্যপণ্য সাশ্রয়ী দামে কিনতে একটি নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। 

জনতার বাজার নামে  বাজারের মাধ্যমে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করে বাজার নিয়ন্ত্রণ করা হবে। এতে কৃষি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহায়তা করবে।

শনিবার কামরাঙ্গীরচরের কুড়ারঘাট মেডিকেল মোড়ে ঢাকা জেলা প্রশাসকের সভাপতিত্বে ন্যায্যমূল্যের ‘জনতার বাজার’ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, “মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরকারের এমন উদ্যোগ। কৃষক ও ভোক্তাদের সরাসরি সংযোগ স্থাপনে এ বাজার স্থাপন করা হচ্ছে।

জেলা প্রশাসনের নোটিসে বলা হয়, ঢাকা জেলার কামরাঙ্গীচর এলাকার কুড়ারঘাট মেডিকেল মোড়, মোহাম্মদপুর, গুলশান, মিরপুর, বাড্ডা ও ডেমরায় বসবে এ বাজার।

পর্যায়ক্রমে ‘জনতার বাজারে’র পরিসর বাড়ানোর পাশাপাশি সরকারি ভূমিতে অবকাঠামো নির্মাণ করে স্থানীয় উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বেকার যুবকদের সম্পৃক্ত করা হবে। এছাড়া নির্ধারিত মূল্য তালিকা ধরে শুধু খুচরায় পণ্য বিক্রি হবে এ বাজারে।

বাজারের হিসাব সংরক্ষণ ও ব্যবস্থাপনায় একটি সফটওয়্যার বানিয়ে তার মাধ্যমে পণ্যের ক্রয় ও বিক্রয়মূল্য অনলাইনে দেখার সুযোগ দেওয়া হবে ভোক্তাদের। ক্রেতারা ডিজিটাল পদ্ধতিতে অর্থ পরিশোধে একটি কোড পাবেন, যা দেখিয়ে পণ্য সংগ্রহ করতে পারবেন।

দেশের যেসব এলাকায় পণ্যের দাম তুলনামূলক কম, সেখান থেকে পণ্য এনে সরাসরি এ বাজারে বিক্রি করা হবে।

পণ্যের মূল্য নির্ধারণ করবে জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কমিটি। তারা ক্রয়মূল্যের সঙ্গে পরিবহন ব্যয়ের সঙ্গে উদ্যোক্তাদের যৌক্তিক মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করবে।

বেচাকেনা এবং পরিবহন ব্যবস্থাপনায় স্থানীয় উদ্যোক্তা, ছাত্র এবং জনসাধারণকে দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া কোনো চাষি, খামারি বা উৎপাদনকারী চাইলে সরাসরি এ বাজারে বিক্রির সুযোগ পাবেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়