News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৬, ১৭ জানুয়ারি ২০২৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৯

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৯

ছবি: সংগৃহীত

এডিস মশাবাহী রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বছরের প্রথম ১৭ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯১ ডেঙ্গু রোগী। 

তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কারও প্রাণহানি হয়নি। এতে জানুয়ারির ১৭ দিনে মশাবাহী রোগটিতে মৃত্যু ৭ জনেই স্থির আছে। 

শুক্রবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ছাড়াও ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে বছরের প্রথম ১৭ দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৫৭ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এ সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫১ জন, ঢাকা বিভাগে ১৪২ জন, চট্টগ্রাম বিভাগে ১২৬ জন, বরিশাল বিভাগে ১১২ জন, খুলনা বিভাগে ৪২ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়