News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৭, ১৬ জানুয়ারি ২০২৫

জুলাই ঘোষণাপত্র: সর্বদলীয় বৈঠকের নেতৃত্ব দেবেন ড. ইউনূস

জুলাই ঘোষণাপত্র: সর্বদলীয় বৈঠকের নেতৃত্ব দেবেন ড. ইউনূস

ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকার।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই  বৈঠকের নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বুধবার রাতে (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ডেপুটি প্রেসিডেন্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য জানান।

গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে।

উল্লেখ্য যে, মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম সর্বদলীয় বৈঠকের কথা জানান।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়