News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪২, ১৩ জানুয়ারি ২০২৫

এবার বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব করল ভারত

এবার বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব করল ভারত

ছবি: সংগৃহীত

সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই গতকাল ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে ব্যাখ্যা চায় ঢাকা। এর ঠিক পরদিনই দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নূরুল ইসলামকে ডেকেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

সোমবার (১৩ জানুয়ারি) সংবাদ সংস্থা এএনআইয়ের একটি ভিডিওতে দেখা যায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে আসছেন তিনি। 

এর আগে গতকাল রবিবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক আইন ভঙ্গ করে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপন নিয়ে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। এই পরিপ্রেক্ষিতে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ঠিক এক দিন যেতে না যেতেই বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করা হলো।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ বলছে, সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ ব্লক থেকে বের হতে দেখা যায় বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে। এর আগে তাকে এই ইস্যুতে তলব করা হয়। তবে ঠিক কী নিয়ে আলাপ হয়েছে, তা এখনো জানা যায়নি। 

সম্প্রতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর প্রতিবাদে সীমান্তে অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী। পরে গত সপ্তাহে বিজিবি–বিএসএফের ৪ দফা পতাকা বৈঠকের পর নির্মাণকাজ স্থগিত করে ভারত। 

রবিবার বিকালে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকের পরে ভারতীয় রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, সীমান্তে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, তা একেবারেই অনাকাঙ্ক্ষিত। সম্প্রতি সীমান্তে বাংলাদেশের একজন নাগরিক প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে আমরা সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয় হাইকমিশনারের কাছে গভীর উদ্বেগ জানিয়েছি।

তিনি জানান, সীমান্তের বর্তমান পরিস্থিতির উত্তরণে আগামী মাসে (ফেব্রুয়ারি) ভারতের দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাঁটাতারের বেড়া দিলে তাতে বাধা দেবে বাংলাদেশ। 

তিনি বলেন, সীমান্তের বিভিন্ন জায়গায় ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। এ কর্মকাণ্ডে বাধা দেবে বাংলাদেশ। শক্ত অবস্থানে থাকবে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে অনুযায়ী, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার ৫০ শতাংশে কোনো বেড়া নেই।  

এর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে গত ৩ ডিসেম্বর একবার প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়