শেখ মুজিবের নামে প্রতিষ্ঠানের অনুদানে কর রেয়াত বাতিল
ফাইল ছবি
শেখ মুজিবুর রহমানের নামে হওয়া জাতীয় প্রতিষ্ঠানে অনুদানের আয়কর রেয়াত সুবিধার বিধান বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর এনবিআর থেকে প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে
রবিবার (১২ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলে হয়, আয়কর আইনের ৬ষ্ঠ তফসিলের ৩ নম্বর অংশের অনুচ্ছেদ ২ এর দফা ১৫ বাতিল করা হলো। ওই দফায় বলা হয়েছিল- জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসাবে প্রদত্ত যেকোনো পরিমাণ অর্থ কর রেয়াতের জন্য প্রযোজ্য হবে।
গত ২০২৩ সালের আয়কর আইনের ৭৬ ও ৭৮ ধারা অনুযায়ী এ সুবিধা দেওয়া হয়। মোট ২০টি খাতে বিনিয়োগ ও দান করলে একজন করদাতা আয়কর রেয়াত বা তার প্রযোজ্য কর থেকে কম প্রদান করার সুযোগ মিলবে।
এর আগে গত ১৬ অক্টোবর অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম গণমাধ্যমকর্মীদের বলেন, 'অন্তর্বর্তী সরকার তাকে (শেখ মুজিবুর রহমান) ‘জাতির পিতা’ মনে করে না। ওই একই দিন অন্তর্বর্তী সরকার ৭ মার্চ ও ১৫ আগস্টসহ আটটি জাতীয় দিবস বাতিল করে পরিপত্র জারি। আর গত ১১ নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে মেখ মুজিবের ছবি নামিয়ে ফেলার কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম।'
নিউজবাংলাদেশ.কম/এসবি