News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০২, ১২ জানুয়ারি ২০২৫

গাছ রোপণে ঢাকা শহরে ধুলার সমস্যা সমাধান সম্ভব: পরিবেশ উপদেষ্টা

গাছ রোপণে ঢাকা শহরে ধুলার সমস্যা সমাধান সম্ভব: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ঘন ঘন গাছ রোপণের মাধ্যমে ঢাকা শহরে ধুলার সমস্যা সমাধান করা সম্ভব 

রবিবার (১২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদ বাগানের গুরুত্ব বিষয়ক সেমিনারে এ কথা তিনি বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ঢাকা শহরে ধুলার সমস্যা সহসাই সমাধান করা সম্ভব নয়। তবে কিছু দূর পর পর গাছ লাগালে ধুলার পরিমাণ অনেকাংশে কমে আসবে।

রিজওয়ানা হাসান  আরও বলেন, নির্মল বাতাস ও বিষমুক্ত খাবারের জন্য ছাদ বাগানের গুরুত্ব আছে। ছাদে টব লাগানো নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে।

এসময় আগ্রহীদের মাঝে চারা বিতরণ করেন উপদেষ্টা রিজওয়ানা। পরে প্রেসক্লাব চত্বরে গাছ রোপণ করেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়