News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৩, ১২ জানুয়ারি ২০২৫

জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো

জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো

ফাইল ছবি

জনপ্রশাসন সংস্থার কমিশনের মেয়াদ আরও ১৬ দিন বাড়ানো হয়েছে। এতে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পাবে বাড়ানো হয়েছে জনপ্রশাসন সংস্থার কমিশন।

রবিবার (১২ জানুয়ারি) কমিশনের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। 

কমিশনে চিঠিটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে এ চিঠি পাঠিয়েছেন কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। মন্ত্রিপরিষদ সচিবকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

এর আগেও কমিশনের মেয়াদ এক দফা বাড়ানো হয়। আগের নির্ধারিত সময় অনুযায়ী জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি শেষ হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়