News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৯, ৯ জানুয়ারি ২০২৫

পিলখানা হত্যাকাণ্ডে দণ্ডিত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ

পিলখানা হত্যাকাণ্ডে দণ্ডিত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ

ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডে হওয়া মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি, মামলার পুনঃতদন্ত, ন্যায়বিচার নিশ্চিত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে শাহবাগ অবরোধ করেন চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা।

এর আগে দুপুর একটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করে শাহবাগে যান তারা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শাহবাগ অবরোধ করেন তারা। এক ঘণ্টার অবরোধ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান তারা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার শাহবাগ অবরোধে নেতৃত্ব দেন। অবরোধ তুলে নিলেও বিডিআর সদস্যদের কেউ কেউ শাহবাগে অবস্থান নিয়ে থাকলে তিনি ফেসবুক পোস্টে জানান, ‘আমাদের শাহবাগ ব্লকেড কর্মসূচি ২টা ২০ মিনিটে শেষ হয়েছে। কেউ জনদুর্ভোগ সৃষ্টি করবেন না। দ্রুত শহীদ মিনারে চলে আসুন।’

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়