৪৩ বিসিএসে বাদ পড়াদের দ্রুতই নিয়োগ: ড. মোখলেস উর রহমান
ফাইল ছবি
৪৩ বিসিএস এ বাদ পড়া ২২৭ জনের মধ্যে অধিকাংশ চাকরি প্রত্যাশীকে দ্রুতই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান।
তবে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা বা এমন কোনো গোপনীয় অপরাধের সঙ্গে যুক্ত বা শিক্ষাজীবনে কোন অপরাধে বহিস্কার হয়েছে তারা এই নিয়োগ থেকে বাদ যাবে বলে জানান তিনি।
এছাড়া আসন্ন বাজেটেই সরকারি কর্মকর্তার-কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন। যারা পেনশনে গিয়েছেন তারাও এই মহার্ঘ ভাতার আওতায় থাকবেন।
নিউজবাংলাদেশ.কম/পলি