News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০০, ৫ জানুয়ারি ২০২৫
আপডেট: ২১:০১, ৫ জানুয়ারি ২০২৫

পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন রেজানুর রহমান

পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন রেজানুর রহমান

মো. রেজানুর রহমান। ফাইল ছবি

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান।

বৃহস্পতিবার তিনি ওই পদে যোগদান করেন বলে রবিবার (৫ জানুয়ারি) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেট্রোবাংলায় যোগদানের আগে বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন রেজানুর রহমান। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।

এর আগে রেজানুর রহমান মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিডিএলজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পরিচালক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন রেজানুর রহমান।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল বিভাগ থেকে স্নাতক ও আইটিসি, নেদারল্যান্ডস থেকে প্রফেশনাল মাস্টার ডিগ্রি অর্জন করেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়