একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬৬
প্রতীকী ছবি
একদিনে (২৪ ঘণ্টা) নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। একই সময়ে ডেঙ্গুতে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
রবিবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ যাবত ৮৭৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্ততে আরও বলা হয়েছে, সব মিলিয়ে নতুন বছরের প্রথম পাঁচদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ২৮৭ জন, মৃত্যু হয়েছে একজনের। শনিবার ডেঙ্গুতে মৃত্যুর প্রথম খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
নিউজবাংলাদেশ.কম/এসবি