সাধারণ ক্ষমায় ৬ হাজার বন্দিকে মুক্তি দিলো মিয়ানমার
ছবি: সংগৃহীত
স্বাধীনতার ৭৭তম বার্ষিকী উপলক্ষ্যে ৫ হাজার ৮৬৪ জন বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সামরিক শাসক তথা জান্তা বাহিনীর সরকার। পাশাপাশি অন্যান্য বন্দির সাজাও কমিয়ে দিয়েছে। এই বন্দীদের মধ্যে ১৮০ জন বিদেশি। সাধারণ ক্ষমার আওতায় তাদের মুক্তি দেওয়া হচ্ছে।
শনিবার (৪ জানুয়ারি) তাদের মুক্তি দেওয়া হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্র পরিচালিত এমআরটিভি টেলিভিশন জানায়, সামরিক সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং মিয়ানমারের ৫ হাজার ৮৬৪ জন বন্দিকে এবং সেইসাথে ১৮০ বিদেশিকে সাধারণ ক্ষমা মঞ্জুর করেছেন।
বিদেশি বন্দিদের নির্বাসিত করা হবে। মিয়ানমারে ছুটির দিন এবং অন্যান্য উল্লেখযোগ্য উপলক্ষ্যগুলোতে বন্দিদের গণ-মুক্তি দেওয়া সাধারণ ঘটনা।
মুক্তির শর্তে সতর্ক করে দেওয়া হয় যে, যদি মুক্তিপ্রাপ্ত বন্দিরা আবার আইন লঙ্ঘন করেন, তবে তাদের মূল শাস্তির বাকি অংশসহ নতুন যে কোনো শাস্তি গ্রহণ করতে হবে।
এই বন্দিরা হলেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার অং সান সুচির কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে সেনা শাসনের বিরোধিতা করার জন্য কারাগারে বন্দি শত শত রাজনৈতিক বন্দিদের মধ্যে একটি ক্ষুদ্র অংশ মাত্র।
সেই ক্ষমতা দখলের বিরুদ্ধে ব্যাপক অহিংস প্রতিরোধ শুরু হয়েছিল, যা পরবর্তীতে একটি বিস্তৃত সশস্ত্র সংগ্রামে পরিণত হয়েছে।
একটি পৃথক প্রতিবেদনে বলা হয়, মিন অং হ্লাইং ১৪৪ জন বন্দির যাবজ্জীবন কারাদণ্ডকে কমিয়ে ১৫ বছরের কারাদণ্ডে পরিণত করেছেন। প্রতিবেদনে তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, অন্যান্য সকল বন্দির শাস্তি এক-ষষ্ঠাংশ কমিয়ে দেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি