বৃষ্টি ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
ফাইল ছবি
রাজধানীতে গত দুদিন সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় মোড়া সেই অবস্থার আজ বেশ উন্নতি হয়েছে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়েছে জনজীবনও। তবে রয়েছে শৈত্যপ্রবাহ ও বৃষ্টির পূর্বাভাস।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
আবুল কালাম বলেন, আজকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও বলেন, আজ (শনিবার) থেকে দিন ও রাতের তাপমাত্রা দু-এক ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে। তবে ঘন কুয়াশায় কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।
এ সময় সিলেট ও ময়মনসিংহ বিভাগে আগামী ৮ জানুয়ারি শীতের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেও জানান তিনি।
আবুল কালাম বলেন, আগামী ৯ জানুয়ারি থেকে পুনরায় দিন ও রাতের তাপমাত্রা কমবে। এ সময় দেশজুড়ে আবরও শুরু হবে মৃদু শৈত্যপ্রবাহ।
নিউজবাংলাদেশ.কম/এসবি