News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২২, ১ জানুয়ারি ২০২৫

৪৭ কোটি ৩২ লাখ টাকা সহায়তা করেছে জুলাই ফাউন্ডেশন 

৪৭ কোটি ৩২ লাখ টাকা সহায়তা করেছে জুলাই ফাউন্ডেশন 

ফাইল ফটো

২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার করা হয়েছে। ১ অক্টোবর থেকে এই ফাউন্ডেশন আর্থিক সহযোগিতা কার্যক্রম শুরু করে ৷ ১৫ অক্টোবর থেকে অফিস চালু হয় ৷ এ পর্যন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে মোট সহযোগিতা করা হয়েছে ৪৭ কোটি ৩২ লাখ টাকা৷

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম এসব তথ্য জানিয়েছেন। তিনি তার ফেসবুক ভেরিফায়েড আইডিতে আরও লিখেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমআইএস ডাটা অনুযায়ী এখন পর্যন্ত প্রাথমিকভাবে ভেরিফায়েড শহীদের সংখ্যা ৮২৬জন৷ এরমধ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়েছে ৬২৮ পরিবারকে৷

আটটি বিভাগে ফাউন্ডেশনের টিম গিয়ে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’-এ নামে মোট ৯টি প্রোগ্রাম করে শহীদ পরিবারের হাতে এই চেক তুলে দেয় ৷

এমআইএসে প্রাথমিকভাবে ভেরিফায়েড আহতের সংখ্যা ১১ হাজার ৩০৬ জন৷ এরমধ্যে আর্থিক সহযোগিতা করা হয়েছে এক হাজার ৬০১ জনকে৷ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ পর্যন্ত মোট সহযোগিতা করা হয়েছে ৪৭ কোটি ৩২ লাখ টাকা৷

আহত এবং শহীদের লিস্ট সংযোজন-বিয়োজন প্রক্রিয়া চলছে৷ এমআইএসের লিস্টে যাদের নাম এখনও অন্তর্ভুক্ত হয়নি, তাদেরকে উপজেলা বা জেলা প্রশাসন অথবা জেলা সিভিল সার্জন অফিস অথবা ফাউন্ডেশনে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে৷ তবে, ভুয়া কাউকে পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷


সিএমএইচ ঢাকা, চক্ষু ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন হাসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সিআরপি সাভারসহ বিভাগীয় সিএমএইচগুলোতে অভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য ডেডিকেটেড বেড এবং সব ধরনের  চিকিৎসার ফ্রি ব্যবস্থা আছে৷

এদিকে, আজ বুধবার (১ জানুয়ারি) রাজধানীতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪৭ কোটি ৩২ লাখ ৩২ হাজার ৭২৯ টাকা। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, এখন পর্যন্ত ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার পাঁচ টাকা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে জমা হয়েছে। এ পর্যন্ত  দুই হাজার ২২৯ ব্যক্তির পরিবার সহায়তা পেয়েছে। এর মধ্যে শহীদ পরিবার ৬২৮ আর আহত ব্যক্তির পরিবার এক হাজার ৬০১।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়