News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৯, ৩১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৮:১০, ৩১ ডিসেম্বর ২০২৪

ঘটনাপ্রবাহ: জুলাই-ডিসেম্বর ২০২৪

ঘটনাপ্রবাহ: জুলাই-ডিসেম্বর ২০২৪

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জনতার দখলে গণভবন। ছবি: সংগৃহীত

আদালতের রায়ে পর জুলাই মাস থেকে শুরু হয় পুরোদমে কোটা আন্দোলন। আগস্টের ৩ তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকে তোলা হয় সরকার পতনের ‘এক দফা’ দাবি। পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক পটপরিবর্তনের পর শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের যাত্রা। জুলাই ২ ০২৪ থেকে ডিসেম্বর পর্যন্ত বছরের আলোচিত ঘটনাগুলো দেখে নিন ছবি থেকে-  

৪ জুলাই: সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে রাজধানীতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তার আগ দিয়ে আদালতের রায়ে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হলে শিক্ষার্থীরা নামেন রাজপথে। ছবি: সংগৃহীত

৭ জুলাই: সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে এদিন বাংলা ব্লকেডের অংশ হিসেবে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। ছবি: সংগৃহীত

১৪ জুলাই: চীন সফরের অভিজ্ঞতা জানাতে গণভবনে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না, পাবে রাজাকারের নাতি-পুতি?’ এই প্রশ্ন তিনি সেখানে ছুড়লে আন্দোলনের মোড় ঘুরে যায়। ছবি: পিআইডি

১৬ জুলাই: পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের মধ্যে গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যু ছড়িয়ে দেয় দ্রোহের আগুন। ছবি: সংগৃহীত

১৮ জুলাই: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশে কারফিউ জারি করে সরকার। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মধ্যরাত থেকেই সেনা মোতায়েন করা হয়। ছবি: সংগৃহীত

৩ অগাস্ট: কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকে তোলা হয় সরকার পতনের ‘এক দফা’ দাবি। ছবি: সংগৃহীত

৫ অগাস্ট: শেখ হাসিনার দেশত্যাগের পর সংসদ ভবনে দলে দলে প্রবেশ করে ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

৮ অগাস্ট: ছাত্রদের আহ্বানে দেশের হাল ধরতে প্যারিস থেকে ঢাকায় আসেন শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

৮ অগাস্ট: বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ছবি: পিআইডি

১০ অগাস্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার দুদিন বাদে রংপুরে যান নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। ছবি: পিআইডি

২৫ অগাস্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনের সময় ক্ষয়ক্ষতির কারণে বন্ধ হয়ে যাওয়ার ৩৭ দিন পর চালু হয় ঢাকার মেট্রোরেল। ছবি: সংগৃহীত

২৭ সেপ্টেম্বর: সরকারপ্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

৩১ অক্টোবর: নেপালে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার অভিযান দারুণভাবে শেষ করে দেশে ফেরেন বাংলাদেশের মেয়েরা। ছবি: সংগৃহীত

২১ নভেম্বর: সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পাশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া; ছয় বছর পর প্রথমবারের মত কোনো অনুষ্ঠানে তাকে দেখা গেল। ছবি: পিআইডি

১৮ ডিসেম্বর: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। ছবি: সংগৃহীত

২৬ ডিসেম্বর: প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে যায় সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র। ছবি: সংগৃহীত

চলতি বছরের জুলাই মাসে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে গড়ে ওঠা ছাত্র-জনতার গণঅভ্যুথ্থানকে স্বরণীয় করে রাখতে পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের ঘটনা। বইয়ের প্রচ্ছদে যুক্ত করা হচ্ছে গণ-অভ্যুত্থানের গ্রাফিতি। ছবি: টাঙ্গাইলের আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দেয়ালে আঁকা জুলাই বিপ্লবের গ্রাফিতি/নিউজবাংলাদেশ

নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়