জাতীয় তথ্যভাণ্ডার তৈরির চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা
ফাইল ছবি
নির্ভুল তথ্য ছাড়া আর্থিক ও সামাজিক খাতে সঠিক নীতিমালা প্রণয়ন করা যায় না বলে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি জাতীয় তথ্যভাণ্ডার তৈরির চেষ্টা করছে, যাতে ব্যবসায়ীরা এক জায়গা থেকে সব তথ্য পেতে পারে।
শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘ব্যাংকিং অ্যালমানাক’র ষষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমরা সঠিকভাবে তথ্য সংগ্রহ করতে না পারলে আরও সমস্যা তৈরি হবে। আমাদের তথ্য আপডেট করতে হবে। ১০-১৫ বছরের পুরনো ডেটা দিয়ে ব্যবস্থা নেওয়া যায় না। এখন শেয়ারবাজার, ব্যাংকিং এবং আর্থিক খাতের তথ্য প্রকাশের ক্ষেত্রে কোনো প্রতারণা নেই। বিবিএসকে অতিরঞ্জন থেকে বিরত থেকে প্রকৃত তথ্য প্রকাশে সতর্ক থাকতে বলা হয়েছে।
তিনি বলেন, আমাদের জন্য সর্বাগ্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো সামষ্টিক অর্থনীতির চাকাকে এগিয়ে নেওয়ার জন্য আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেটার সত্যতা বজায় রাখা।
ব্যাংকিং অ্যালমানাক সম্পাদক বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. মো খায়েরুজ্জামান মজুমদার।
নিউজবাংলাদেশ.কম/পলি