ফায়ার ফাইটার নয়নকে চাপা দেওয়া ট্রাকচালক ও সহকারী আটক
ছবি: সংগৃহীত
সচিবালয়ের সামনে ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়নকে চাপা দেওয়া ট্রাকচালক বেলাল হোসেন সুমন ও তার সহকারী ফরহাদকে আটক করেছে জনতা।
বুধবার গভীর রাতে দ্রুতগতির ট্রাকটি নয়নকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গণপূর্ত অধিদপ্তর এলাকা থেকে জনতা তাদের আটক করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর।
তিনি জানান, ৩৫ বছর বয়সী ট্রাকচালক সুমন ও ২০ বছর বয়সী ফরহাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর বুধবার রাত ১টা ৫২ মিনিটে পান তারা। দুই মিনিটের মধ্যে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।
প্রথমে আটটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরো ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে সেই আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার ফাইটার নয়ন পানির লাইন দিতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে সচিবালয়ের সামনে ব্রিফিংয়ে এসে নয়নের মৃত্যুর খবর দেন ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
তিনি বলেন, “আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।”
প্রত্যক্ষদর্শী জানান, নয়নকে চাপা দিয়ে ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে কিছুদূর চলে গেলে উপস্থিত শিক্ষার্থী ও জনতা ব্যারিকেড দিয়ে ট্রাকটি আটকান। পরে চালক ও সহকারীকে আটক করে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিলে তাদেরকে হেফাজতে নেয় শাহবাগ থানা পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এনডি