News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৫২, ২৫ ডিসেম্বর ২০২৪

সাবেক দুদক কমিশনারের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা 

সাবেক দুদক কমিশনারের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা 

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার ও সাবেক জেলা জজ জহুরুল হকের পাসপোর্ট বাতিল এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুজ্জামানের সই করা এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ৭ (২) সি অনুচ্ছেদ অনুযায়ী জহুরুল হকের পাসপোর্ট বাতিলপূর্বক তিনি যাতে দেশত্যাগ করতে না পারেন সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সম্প্রতি দুদকের সদ্য সাবেক এই কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সংবাদ প্রকাশ করে দেশের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যম। এসব সংবাদের জের ধরেই তদন্ত শুরু করে দুদকসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

এর আগে, গত ২৯ অক্টোবর দুদক কমিশনার জহুরুল হক ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়