News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:০০, ২৪ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২২:০০, ২৪ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ১২৫

ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ১২৫

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২৫ জন। 

এ নিয়ে চলতি বছর মৃত্যু হয়েছে ৫৬৫ জনের। আর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হলো ১ লাখ ৪৯১ জন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৬৪ জন, ঢাকা বিভাগে ১৬ জন, খুলনায় ১৭ জন,বরিশাল বিভাগে ১৪ জন, চট্টগ্রামে আট জন, রাজশাহীতে ৪ জন, সিলেটে ও ময়মনসিংহ বিভাগে ১ জন ভর্তি হয়েছে।

রংপুর বিভাগে কোনো রোগী শনাক্ত হয়নি।

গত ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ দিন সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৮ হাজার ৯৮০ জন রোগী।

ডিসেম্বরের ২৪ দিনে ডেঙ্গু আক্রান্ত ৯ হাজার ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে আর মৃত্যু হয়েছে ৭৭ জনের।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়