News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৪, ২৩ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৬:৩৫, ২৩ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ৯৩ জনকে গ্রেপ্তার

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ৯৩ জনকে গ্রেপ্তার

ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সন্দেহভাজন এসব ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রোববার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিসি তালেবুর রহমান।

তালেবুর রহমান বলেন, গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৮ জন, মতিঝিল বিভাগ ১৪, লালবাগ বিভাগ ২৬, ওয়ারী বিভাগ ১০, তেজগাঁও বিভাগ ১৯, মিরপুর বিভাগ ৪, উত্তরা বিভাগ ৮ ও গুলশান বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়