News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০০, ২২ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৩:৫৫, ২২ ডিসেম্বর ২০২৪

দেশজুড়ে শীতের তীব্রতা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে শীতের তীব্রতা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি

দেশের ৩ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

এর পরের ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

এদিকে দেশের উত্তরের জনপদ পঞ্চগড়ে আবারও বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। 

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। 

এ তথ্য নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়।

পঞ্চগড়ে দিনের বেলা রোদ দেখা দিলেও বিকেল থেকে পরের দিন দুপুর পর্যন্ত অনুভূত হচ্ছে তীব্র শীত। অব্যাহত শৈত্যপ্রবাহের পর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ায় কয়েক দিন মানুষ স্বস্তিতে থাকলেও আবার তাপমাত্রা কমায় বেড়েছে জনদুর্ভোগ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সংস্থাটি জানিয়েছে, আজ (রবিবার) সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া সোমবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

পরদিন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

এদিকে সাগরে নিম্নচাপের প্রভাবে শনিবার বৃষ্টির পর শীতের দাপট বেড়েছে। 

আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্বে অগ্রসর হয়ে, ক্রমেই দুর্বল হচ্ছে। ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

তাপমাত্রার পারদও নিম্নমুখী। এতে, দেশজুড়েই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। দুদিন পর আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। এ ছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়