News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৪, ২১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৬:৪০, ২১ ডিসেম্বর ২০২৪

মানুষ যেটা প্রয়োজন বোধ করে সেটাই করবে সরকার: ফাওজুল কবির

মানুষ যেটা প্রয়োজন বোধ করে সেটাই করবে সরকার: ফাওজুল কবির

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির । ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, মানুষের সাথে কথা বলে, মানুষ যেটা চায়, মানুষ যেটা প্রয়োজন বোধ করে, সেটাই আমরা করব।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে হাওর উপজেলা কিশোরগঞ্জের ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কিশোরগঞ্জ জেলা সদর ও হাওর এলাকার সাথে হাওর এলাকার সরাসরি সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করবে।

হাওরের আলোচিত অল ওয়েদার সড়ক প্রসঙ্গে বলেন, এই সড়কের ফলে সৃষ্ট অসুবিধাগুলো সমাধানের চেষ্টা করা হবে। সড়ক নির্মাণের ফলে ফসলি জমিতে বালু ও আগাছা জন্মানো প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন দীর্ঘমেয়াদি বন্যার প্রকোপ নিয়ে উপদেষ্টা বলেন, নদী নিয়মিত ড্রেজিং না হওয়ায় পলি জমার কারণে বন্যা হচ্ছে। এ ব্যাপারে পানিসম্পদ মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সনাতন সম্প্রদায়ের আবেদনের প্রেক্ষিতে তিনি ইটনা শ্মশানে ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ দিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের নির্দেশ দেন।

সফরের অংশ হিসেবে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট সড়ক উন্নয়ন প্রকল্পের কাজও পরিদর্শন করেন। ইটনা উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি সরকারি কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খানসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা এ সময় উপদেষ্টার সাথে ছিলেন।

গতকাল রাতে ট্রেনযোগে কিশোরগঞ্জে পৌঁছান উপদেষ্টা। সফর শেষে আজ বিকেলে ট্রেনযোগে ঢাকা ফিরবেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়