News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১২, ২১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১০:১৪, ২১ ডিসেম্বর ২০২৪

সাভারে চলন্ত বাসে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ৪ যাত্রী

সাভারে চলন্ত বাসে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ৪ যাত্রী

বাসের হেলপারকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কে একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদের ছুরিকাঘাতে চার যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে মহাসড়কের সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কালিকাপুর এলাকার মৃত আজগর হোসেনের ছেলে শামীম হোসেন। তিনি একটি বায়িং হাউজে চাকরি করেন।

বাসের যাত্রী হারুন-অর-রশিদ বলেন, 'আমি উলাইল স্ট্যান্ড থেকে ওয়েলকাম পরিবহনের একটি গাড়িতে উঠি। বাসটিতে মহিলাদের আসনের সিটে আগে থেকেই তিন পুরুষ যাত্রী বসে ছিলেন। এসময় তাদের কথা মতো আমি জানালার পাশের সিটে বসি। এর প্রায় ৫ মিনিট পরে হঠাৎ তারা দেশীয় অস্ত্র হাতে বাসের সব যাত্রীদের জিম্মি করে। পরে আমার মানিব্যাগসহ পকেটে যা ছিল সবই বের করে নেয়। এসময় ডাকাতরা আমার সামনের যাত্রীকে ছুরিকাঘাতে জখম করে। পরে সব যাত্রী আতঙ্কে যার কাছে যা ছিল সব ডাকাতদের দিয়ে দিলে সিঅ্যান্ডবি এলাকায় নেমে চলে যায় ডাকাতরা।'

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. হাসান মাহবুব বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত চারজন হাসপাতালে এসেছিল। এর মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি যারা ছিল তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। 

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে জানান, বিশমাইল এলাকায় ছাত্ররা চালক ও হেলপারসহ বাসটিকে আটকে রেখেছে। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া করছে। 
 
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া গণমাধ্যমকে বলেন, বাসে ডাকাতি হওয়ার একটি ঘটনা জানতে পেরেছি। তবে এখনও সুনির্দিষ্ট কেউ অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়