দেশের উত্তরাঞ্চলে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
ফাইল ছবি
দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিট ৩৫ সেকেন্ড নাগাদ এ ভূমিকম্প অনুভূত হয়। এর রিখটার স্কেলে মাত্রা ছিল ৪।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের উত্তর সীমান্তসংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যের তুরা শহর থেকে ৪০ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ২০৮ কি.মি. দূরে। মূল উৎপত্তিস্থল ছিল মেঘালয় থেকে ১২ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের ফলে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ২৬ নভেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি