News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৪, ১১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৪:১৬, ১১ ডিসেম্বর ২০২৪

১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা: আসিফ নজরুল

১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা: আসিফ নজরুল

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ফাইল পটো

দীর্ঘদিন ধরে এমআরটি পাসপোর্ট নিয়ে ভোগান্তির শিকার হওয়া প্রবাসী বাংলাদেশিরা ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। 

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, ‘আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি। এমআরপি পাসপোর্টে। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন।’

তিনি আরও বলেন, ‘প্রথমত প্রায়োরিটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের। এরপর ডিমান্ডের ভিত্তিতে বাকি দেশগুলোতে তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান করা হবে।

আইন উপদেষ্টা বলেন, এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে, ইনশাল্লাহ আগামী দুই-তিন বছরে এ সমস্যা আর হবে না।’

পাসপোর্ট সমস্যার কথা উল্লেখ করে বলেন, ‘এ সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্টর ছাপানোর কাজটা ওনার এক পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। সে প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করতে গিয়ে টেন্ডারিং করতে দেড় বছর সময়ক্ষেপণ হয়। পুরো প্রক্রিয়াটি বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য টাইম লেগেছে। আপনাদের অনেক কষ্ট হয়েছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত।’

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়