News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৬, ৫ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২০:১৭, ৫ ডিসেম্বর ২০২৪

ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা

ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা

ন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ফটো

দেশের চলমান পরিস্থিতিতে নানা ইস্যু নিয়ে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার কিছুক্ষণ আগে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়।

এর আগে সংলাপে অংশ নিতে বিভিন্ন ধর্মের নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হন।

গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং গতকাল বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের বিরুদ্ধে যেকোনও ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্যের ডাক দেন।

প্রধান উপদেষ্টা বলেছেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে যারা পছন্দ করেনি, তারা এই অভ্যুত্থানকে মুছে দিতে চায়। তারা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে।’ তিনি এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে একজোট হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ভারতীয় মিডিয়ায় অপপ্রচার এবং উসকানির বিরুদ্ধে ধর্ম, দল-মত নির্বিশেষ জাতীয় ঐক্য গড়ে তুলতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ধারাবাহিক এ বৈঠক করছেন প্রধান উপদেষ্টা।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়