News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৩৯, ৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশকে দুর্বল ও নতজানু ভাবার অবকাশ নেই: আইন উপদেষ্টা

বাংলাদেশকে দুর্বল ও নতজানু ভাবার অবকাশ নেই: আইন উপদেষ্টা

ফাইল ছবি

বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন ও নতজানু ভাববার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। 

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশবিরোধী বিভিন্ন তৎপরতা চলছে। হাইকমিশনে হামলা, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, বাংলাদেশ বিরোধী প্রচারণা-এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে। সবার উপরে দেশ এটা থেকে আমরা কখনও বিচ্যুত হব না।

আসিফ নজরুল বলেন, ভারতের এইসব প্রচারণার বিরুদ্ধে আরও শক্তিশালীভাবে এবং আরও বেগবানভাবে মোকাবিলার কথা বলা হয়েছে। এজন্য আমাদের যারা প্রবাসী, বন্ধু রাষ্ট্রের সহযোগিতা এবং বিদেশি সাংবাদিকদের নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের যোগাযোগ দক্ষতা এবং আইনি দক্ষতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আসিফ নজরুল আরও বলেন, বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্য, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা, সেটার নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল এবং সৎ প্রতিবেশী আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, ভারত বাংলাদেশ বিরোধী যে অপ্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবিলায় সব সম্প্রদায়ের ভূমিকার প্রশংসা করা হয়েছে। একইসঙ্গে যে কোনো উস্কানির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়