News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৬, ৪ ডিসেম্বর ২০২৪

৫ আগস্টের পর বেশি হত্যাকাণ্ডের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্টের পর বেশি হত্যাকাণ্ডের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

গত ৫ আগস্টের পর দেশে বেশি হত্যাকাণ্ড হয়েছে বলে ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

বুধবার (৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

তৌহিদ হোসেন বলেন, ব্রিটিশ পার্লামেন্টের আলোচনায় দেখানো হয়েছে ৫ আগস্টের পরে বেশি হত্যা হয়েছে যা সঠিক নয়। এই বিষয়টি ব্রিটিশ হাইকমিশনারের কাছে তুলে ধরা হয়েছে। 

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। ৫ থেকে ৮ আগস্ট দেশে কার্যত কোনো সরকার ব্যবস্থা ছিল না।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ৯ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হতে পারে। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১০ ডিসেম্বর বিক্রম সিক্রি ঢাকা সফরে আসতে পারেন। 

হিন্দুস্তান টাইমস লিখেছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির এই সফরটি এমন এক সময়ে হতে চলেছে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে অভূতপূর্ব উত্তেজনা দেখা দিয়েছে। হিন্দু সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়ন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের অভিযোগে বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি ভারতীয় রাজ্যে বিক্ষোভ হচ্ছে।

এছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা-ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার দায়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে কড়া প্রতিবাদ জানায়।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতের সাথে আমরা ভালো সম্পর্কে চাই, তবে এই সম্পর্ক দুই দেশকেই চাইতে হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়