বুধবার সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করবে ইসি
ফাইল ছবি
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনসহ বাকি চার নির্বাচন কমিশনারের (ইসি) সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাতের জন্য বুধবার বিকেল ৩টায় সময় দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। এরপর আত্মগোপনে চলে যায় দলটির প্রভাবশালী এমপি-মন্ত্রী এবং দলের সর্বস্তরের নেতাকর্মীরা। পরে ৫ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা।
এমন পরিস্থিতিতে গত ২১ নভেম্বর সিইসি পদে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়োগ দেন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাছউদ, সাবেক যুগ্মসচিব তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
নিউজবাংলাদেশ.কম/পলি