News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩০, ২ ডিসেম্বর ২০২৪

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ 

ফাইল ছবি

আগামী ২০২৫ সালের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে এ তথ্য জানানো হয়। 

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে অন্যান্য কাজ গুছিয়ে নেয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালে হালনাগাদের পর প্রকাশিত তালিকায় দেখা গেছে , ভোটার বেড়ে দাঁড়িয়েছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। সে সময় হালনাগাদে মৃত্যুজনিত কারণে কর্তন করা হয়েছে ১৬ হাজার ৪৯৯ জনের নাম। আর নতুন ভোটার হয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়