News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৭, ২ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৩:০৭, ২ ডিসেম্বর ২০২৪

লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৪০ বাংলা‌দে‌শি

লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৪০ বাংলা‌দে‌শি

ফাইল ছবি

যুদ্ধ বিদ্ধস্ত লেবানন থেকে আগামীকাল মঙ্গলবার (৩ ডি‌সেম্বর) আরও ৪০ বাংলা‌দে‌শি নাগ‌রিক দে‌শে ফির‌বেন। 

স্থানীয় সময় রবিবার (১ ডিসেম্বর) রা‌তে এই তথ‌্য জা‌নায় বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস।

দূতাবাস জানায়, মঙ্গলবার (৩ ডি‌সেম্বর) ৪০ জনের দ্বাদশ গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা করবে। তারা ওইদিন সকা‌লে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকা‌লে ঢাকার উদ্দেশ্যে রওনা হ‌বেন। পরে বাংলা‌দেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উ‌ড়োজাহাজ হজরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা‌বে।

প্রসঙ্গত, যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলা‌দে‌শি‌দের দে‌শে ফেরা অব‌্যাহত র‌য়ে‌ছে। সর্বশেষ গত ২১ ন‌ভেম্বর দেশ‌টি থে‌কে ৮২ বাংলা‌দে‌শি দে‌শে ফে‌রে। এ নি‌য়ে ক‌য়েক দফায় লেবানন থে‌কে দে‌শে ফি‌রে‌ছে মোট ৬৯৭ জন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়