স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কাজ করেছে সিপিডি: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
গণতান্ত্রিক, ন্যায় ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কাজ করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (১ ডিসেম্বর) রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ন্যায় সংগত সমাজ প্রতিষ্ঠায় সিপিডির ভুমিকা প্রশংসনীয়। রাষ্ট্র গঠনে সিপিডি আগামীতেও তার জোরালো ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা করেন তিনি।
তিনি জানান, সিপিডির তথ্যভিত্তিক গবেষণা কাজে লেগেছে সাম্প্রতিক জুলাই বিপ্লবে।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা না গেলে তা কারো জন্য শুভ হবে না। তিনি বলেন, সংস্কার ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব না, তবে সব ধরনের সংস্কার এক সাথে করা যাবে না। সংস্কার গণতান্ত্রিক পক্রিয়ায় এবং জনসম্পৃক্ত করতে হবে বলে মত দেন বিএনপির এই নেতা।
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, বিগত সরকারের পতনের অন্যতম প্রধান কারণ ছিলো জনগণ ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা। অনুষ্ঠানে সিপিডির চেয়ারপার্সন রেহমান সোবহান বলেন, বরাবরই সিপিডি গণমানুষের কথা বলে আসছে।