News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০৩, ২৯ নভেম্বর ২০২৪

ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ৩৫৪

ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ৩৫৪

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫৪ জন।

শুক্রবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হলো ৪৮৫ জনের। আর মোট আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৭৯৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৬ জন।

এ ছাড়া ঢাকা বিভাগে ৪৬ জন, বরিশাল বিভাগে ৫ জন, চট্টগ্রামে ৩৮ জন, খুলনায় ২৫ জন, ময়মনসিংহে ২২ জন, রাজশাহী বিভাগে ৪১ জন এবং রংপুর বিভাগে ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৭৯৪ জন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়