News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৩, ২৩ নভেম্বর ২০২৪

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ১০ জনের

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ১০ জনের

ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪৪৮ জনের মৃত্যু খবর পাওয়া গেলো। এসময়ে নতুন করে আরও ৮৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শনিবার (২৩ নভেম্বর ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৫৫৩ জন, বাকি ২ হাজার ২৫৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

চলতি বছর মোট ৮৫ হাজার ৭১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়