সাবেক খাদ্যমন্ত্রী কামরুল গ্রেফতার
সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত
ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার রাতে উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ অনেক মামলা আছে। তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ঢাকা-২ আসনের একাধিকবারের সংসদ সদস্য নির্বাচিত হন কামরুল ইসলাম। ২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি