News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩১, ১৪ নভেম্বর ২০২৪
আপডেট: ১৮:৩৩, ১৪ নভেম্বর ২০২৪

উপদেষ্টা আসিফ নজরুলকে হয়রানি: জেনেভার কাউন্সেলর প্রত্যাহার

উপদেষ্টা আসিফ নজরুলকে হয়রানি: জেনেভার কাউন্সেলর প্রত্যাহার

কামরুল ইসলাম। ছবি: ইউএনবি


সম্প্রতি জেনেভায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড.আসিফ নজরুলকে  হয়রানির অভিযোগে মিশনের কাউন্সেলর (শ্রম শাখা) মোহাম্মদ কামরুল ইসলামকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে সরকার। 

বিমানবন্দরে প্রবেশের আগে ঘটনার সময় কামরুল উপদেষ্টার সঙ্গে ছিলেন। আসিফ নজরুলকে ‘হয়রানি’ করার সময় তিনি নীরব ছিলেন বলে অভিযোগ রয়েছে।

কামরুলকে তাৎক্ষণিক প্রত্যাহারের বিষয়টি বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, জেনেভা বিমানবন্দরে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে কিছু লোক আক্রমণাত্মক ভঙ্গিতে আসিফ নজরুলের মুখোমুখি হয়েছিলেন। সূত্র: ইউএনবি

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়