News Bangladesh

নিজস্ব প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪২, ২১ অক্টোবর ২০২৪

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

ছবি- সংগৃহীত

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত থেকে মুক্তি হয়ে এবার আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২১ অক্টোবর) দুপুরের দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা কলেজ থেকে সায়েন্স ল্যাব হয়ে নীলক্ষেত ঘুরে আবার ঢাকা কলেজের সামনে আসেন।

শিক্ষার্থীরা বক্তব্য, ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর সাত বছরে নানা বৈষম্যের শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষায় নানা সংকট উত্তরণে সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি করছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকে বেরিয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় করতে অন্তর্র্বতী সরকারের কাছে জোর দাবি জানানা তারা।

এ সময় তারা অধিভুক্ত বাতিল করো, সাত কলেজ স্বাধীন করো, আর নয় সংস্কার, এবার চাই অধিকার, দফা এক দাবি এক, অ্যাফিলিয়েটেড নট কাম ব্যাক, ঢাবি তোমাদের প্রহসন মানবো আমি কতক্ষণ, শিক্ষা না বাণিজ্য, শিক্ষা শিক্ষা, টু জিরো টু ফোর, অ্যাফিলিয়েটেড নো মোর, ঢাবির প্রহসন মানি না মানবো নাসহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা প্রাথমিকভাবে তিনটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আজ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এগুলো হলো

১. সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে।

২. সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধু একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করবেন।

৩. সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন; যাতে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনও ধরনের পরিবেশ তৈরি না হয়।

এমএএইচ

এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়