জনগনকে বাঁচানোর লক্ষ্য নিয়েই বাজেট ঘোষণা হবে: অর্থমন্ত্রী
দেশের মানুষ ও ব্যবসায়ীদের বাঁচানো লক্ষ্য নিয়েই আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে বলেন, কর ছাড়ের কোনো তথ্য আমরা এখনই প্রকাশ করবো না।
বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আসন্ন বাজেটে ব্যবসায়ীদের জন্য কর ছাড় সহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, ছাড় বিষয় জানতে আমাদের বাজেট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা এখনই কোনো তথ্য প্রকাশ করতে পারছি না।
আসন্ন বাজেটে আমাদের লক্ষ্যই থাকবে দেশের মানুষকে বাঁচানো, ব্যবসায়ীদের বাঁচানো জানিয়ে তিনি বলেন, সবার স্বার্থ দেখেই আমরা বাজেট করছি। আমাদের পিছিয়ে পড়া প্রান্তিক মানুষকে তাদেরকে সঙ্গে রাখা। তাদেরকে সঙ্গে রেখেই আমরা এগিয়ে যেতে চাই।
ভ্যাকসিনের বিষয়ে প্রশ্নে তিনি বলেন, কোভিড-১৯ বিষয়ক কাজগুলোর মধ্যে যেগুলো মন্ত্রণালয় করতে পারে, সেগুলো তাদের দায়িত্ব দিয়ে দিয়েছি। আমরা অর্থনৈতিক সংক্রান্ত কমিটি সেটি অনুমোদন দিয়েছি। তারা নিজেরাই এগুলো করতে পারে।
শ্রীলঙ্কাকে ২০০ কোটি ডলার লোন দেয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়টি আগামী মিটিংয়ে আলোচনা করব। আমরা কতো দিচ্ছি, আগামী মিটিংয়ে সেটা দেখব।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস