ইয়াসের প্রভাবে ফসলের ক্ষয়ক্ষতি খুব একটা হবে না: কৃষিমন্ত্রী
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে দেশে ফসলের ক্ষয়ক্ষতি তেমন একটা হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তবে এখনই এ বিষয়টি চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার (২৭ মে) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।
ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আমরা মাঠে নির্দেশনা দিয়েছি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তারা এটার মূল্যায়ন করছে। আমরা কাল-পরশুর মধ্যে মোট ক্ষতির হিসাবটা পেয়ে যাব।
মন্ত্রী জানান, এক সময় দেশের দক্ষিণের জেলা পটুয়াখালীতে মুগডাল চাষ হতো না। এ বছর প্রায় আড়াই থেকে ৩ লাখ টন মুগডাল হয়। এই মুগডালের অনেকটাই ইনশাআল্লাহ হারভেস্ট হয়ে গেছে। ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।
আব্দুর রাজ্জাক বলেন, উপকূলীয় অঞ্চলের বাড়িঘরে জোয়ারের পানি উঠেছে। এটি ওই অঞ্চলের মানুষের জন্য অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষকে ঘরে ফিরিয়ে নেওয়া এবং খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করার সরকারের বড় দায়িত্ব। ইনশাআল্লাহ পর্যাপ্ত খাবার দেওয়া যাবে। এই মুহূর্তে খাবারের কোনও অভাব নেই বলেও জানান তিনি।
কৃষিমন্ত্রী জানান, ‘লবণ সহনীয় ধানগুলো কাটা হয়েছে। কিছু শাক-সবজি যেটা ক্ষেত্রে ছিল সেটার ক্ষতি হয়েছে। কিন্তু ব্যাপক বা বড় কোনও ফসলের ক্ষতি হয়নি।’
নিউজবাংলাদেশ.কম/এনডি