সোমবার থেকে চলবে ট্রেন
সোমবার থেকে ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
রোববার দুপুরে তিনি বলেন, “আগামীকাল থেকে ৫৬টি আন্তঃনগর ও ১৮টি লোকাল ট্রেন চালু হবে।”
এর আগে করোনাভাইরাস জনিত মহামারি কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি বিবেচনায় চলমান বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নতুন প্রজ্ঞাপনে আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন চলাচল ও হোটেল রেস্তোরাঁ খোলার অনুমতি দেয়া হয়।
তবে পরিবহনে অর্ধেক আসন ফাঁকা রেখে চালাতে হবে। হোটেল-রেস্তোরাঁগুলোতেও আসন অর্ধেক ফাঁকা রেখে সেবা দিতে হবে।
এ ছাড়া আগের সব বিধিনিষেধ বহাল থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এফএ