২৬ মে খুলনা উপকূলে পৌঁছবে ঘূর্ণিঝড় যশ
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করা হয়েছিল, তা আরও পরিণত হয়েছে।
শনিবারের মধ্যে বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকালে আবহওয়াবিদ বজলুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২৬ মে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাবে বলে আমরা মনে করছি। যে কারণে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আগামীকালের মধ্যে উপকূলে ফিরে আসতে এবং নতুন করে কোনো নৌকা বা ট্রলার যেন গভীর সাগরে না যায় সেই পরামর্শ দেওয়া হয়েছে।”
বজলুর রশীদ বলেন, “রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও পাবনা জেলাসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।”
এর আগে স্বল্পমেয়াদি পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, চলতি মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এবং দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং সারা দেশে একটি বা দুটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
মে মাসেই দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু জায়গায় ভারী বর্ষণের কারণে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানান তারা।
নিউজবাংলাদেশ.কম/এফএ