News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১০, ১৮ মে ২০২১

রোজিনার মুক্তির দাবিতে প্রথম আলোর মানববন্ধন বিকেল সাড়ে ৪ টায়

রোজিনার মুক্তির দাবিতে প্রথম আলোর মানববন্ধন বিকেল সাড়ে ৪ টায়

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে প্রথম আলো। কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হবে।
রোজিনা ইসলাম প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক। গতকাল সোমবার সচিবালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। পরে রাতে তাকে রাজধানীর শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। মধ্যরাতে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় রোজিনা ইসলামকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার সকালে রোজিনা ইসলামকে আদালতে নেওয়া হয়। সেখানে তার জামিন হয়নি। আদালত রিমান্ড আবেদনও নাকচ হয়েছে। রোজিনা ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

রোজিনা ইসলাম সাম্প্রতিককালে স্বাস্থ্য খাতে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছেন। এই কারণে তিনি কারও কারও আক্রোশের শিকার হয়েছেন বলে মনে করা হচ্ছে। তাকে হেনস্তা ও হয়রানির প্রতিবাদে সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানানো অব্যাহত রেখেছেন। দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়ে তার মুক্তি দাবি করেছে।

রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে প্রথম আলোর মানববন্ধনে এর কর্মীরা স্বাস্থ্যবিধি মেনে অংশ নেবেন। দেশের অন্যান্য পত্রিকা/টেলিভিশন/অনলাইন সংবাদমাধ্যমকে কর্মসূচিটির সংবাদ সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়