News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২০, ১৮ মে ২০২১

মাথাপিছু আয় ২২২৭ ডলার

মাথাপিছু আয় ২২২৭ ডলার

২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২২৭ মার্কিন ডলার। যা আগে ছিল দুই হাজার ৬৪ মার্কিন ডলার। পাশাপাশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা। যা আগে ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩২৮ কোটি টাকা।

সোমবার মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের মাথাপিছু আয় বাড়ার বিষয়ে জানান। এর আগে মন্ত্রিসভা বৈঠকে অনানুষ্ঠানিক বক্তব্যে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে যুক্ত হন।

মাথাপিছু আয় বাড়ার প্রসঙ্গে অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, “মাথাপিছু আয় বেড়ে যাওয়া অর্থনীতির একটি বড় সূচক। এর মাধ্যমে একটি দেশের অর্থিনীতি কত বড়, অর্থনীতির ক্রয় ক্ষমতা কতো বড়, জনগণের জীবনযাত্রার মান কেমন সেটা জানা যায়। কিন্তু এর সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে বৃদ্ধি পাওয়া এই আয়ের বণ্টন সমপোযোগী হচ্ছে কিনা? মাথাপিছু আয় বাড়লো কিন্তু বণ্টনে যদি বৈষম্য বা অসাম্য থাকে তাহলে একটা শ্রেণির জন্য এটা ইতিবাচক ফলাফল হয়েছে কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। 

তিনি আরও বলেন, “সাধারণত মাথাপিছু আয় বাড়লে অর্থনৈতিক শক্তিমত্তার পরিচয় এবং একটা দেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পরিচায়ক বটে। কিন্তু সেখানে বণ্টনের দিকটিকে খেয়াল রাখতে হবে।”

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়